মাগুরার আলোচিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জ গঠনের দিন আবারও পিছালো।
বুধবার মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিলো। কিন্তু রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৭ ফেব্রুয়ারি চার্জগঠনের জন্য নতুন দিন ধার্য করেছেন।
এদিকে, রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন কারণে চার্জ গঠনের দিন বার বার পরিবর্তন হওয়ার ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা করছে মামলার বাদী পক্ষ।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হন। এ সময় গভের্র শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত মোমিন ভুইয়ার ছেলে রুবেল ওই বছরের ২৬ জুলাই তার বাবা মোমিন খুন, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরবর্তীতে পুলিশি তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে এবং তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ জনের নাম নতুন করে অন্তর্ভূক্ত করে ১৭ জনের নামে চার্জশিট দাখিল করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব