ফেনীর সোনাগাজীতে আসামিদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে চরচান্দিয়া এলাকায় ডাকাতির মামলার আসামি ধরতে গেলে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কনেস্টেবল আবুল হোসেন (৫২) ও সফি উল্লাহ (৫৫)। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে চরচান্দিয়ার মিজি বাড়ি নামক স্থানে আসামিদের ধরতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জাহেদ ও তার বাবাকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম