বগুড়ার কাহালুর ধলাহার চাকীপাড়া গ্রামে গতকাল রাতে তিনটি বাড়িতে ডাকাতরা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, সহকারী পুলিশ সুপার মাহাবুব হোসেন ও কাহালুর পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাহালুর দুর্গাপুর ইউনিয়নের ধলাহার চাকীপাড়া গ্রামের তিন ভাই সাধন চন্দ্র চাকী, রবিন্দ্রনাথ চাকী ও রাধাকান্তি ভজন চাকীর বাড়ি পাশাপাশি অবস্থিত। ঘটনার রাত দেড়টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল প্রথমে সাধন চন্দ্র চাকির বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। ডাকাতরা তিন দলে বিভক্ত হয়ে পাশের দুই ভাইয়ের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা মুখ বেঁধে ফেলে। এর পর ডাকাতরা নারীদের ব্যবহৃত স্বর্ণালংকার খুলে নেয় এবং আলমারির চাবি খুলে গচ্ছিত স্বর্ণালংকার সহ নগদ নয় লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে তারা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশিরা এসে তাদের হাত-পা ও মুখের বাঁধন খুলে দেয়।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম ছিদ্দিকী বলেন, খবর শুনেই ওই গ্রামে গিয়েছিলাম। বগুড়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে এখনও জানায়নি। তবে খুব শিগগিরই ডাকাতদের গ্রেপ্তার করে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হবে।