বরিশাল নগরীতে দুবাই প্রবাসী কামরুল ইসলাম ওরফে লিটন হত্যা মামলায় ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে সিআইডি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করীম চলতি সপ্তাহে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
মামলায় অভিযুক্তরা হলেন- শারমিন জাহান সুমা, মো. আব্দুর রশিদ হাওলাদার এবং মো. মনির।
হত্যার শিকার লিটনের বাড়ি বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামে। দুবাই থেকে দেশে আসার কিছুদিন পরই তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৩ মে রাতে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় লিটনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে তার পেট ছিদ্র করে রশির সঙ্গে ইটবেধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম