১০ দিনেও সন্ধান মেলেনি বরিশাল নগরীর কসাইখানার ব্যবসায়ী নিখোঁজ বিপুল কুমারের। গত ১৫ জানুয়ারি রাতে তিনি নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় ১৯ জানুয়ারি কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
নিখোঁজ ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর দফতরখানা রোডের এছাহাক মাতবরের বাড়ির ভাড়াটিয়া দুলাল চন্দ্র দে’র ছেলে বিপুল কুমার দে কসাইখানায় বন্ধন ভ্যারাইটিজ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। গত ১৫ ডিসেম্বর রাতে তিনি দোকান থেকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে অন্যান্য দিনের মতো ঘুমাতে যান। সকালে তার পরিবারের লোকজন দেখেন বিপুল বাসায় নেই। ওইদিন দুপুর পর্যন্ত তার মোবাইল ফোনে পরিবারের লোকজন একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি। এরপর থেকে তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গত ১৯ জানুয়ারি বিপুল কুমারের মা ঝর্না দে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৯৫) দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। এতে হতাশ হয়ে পড়েছে বিপুলের পরিবার।
এক সন্তানের জনক বিপুল ব্যবসার পাশাপাশি একটি সমিতিও পরিচালনা করতেন বলে জানিয়েছেন তার স্ত্রী মুন্নি বেগম।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন জানান, সাধারণ ডায়রির তদন্ত চলছে। তার মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম