বরিশালের আগৈলঝাড়ায় মাদকাসক্ত এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের ভ্রাম্যমান আদালত বুধবার একই উপজেলার জলিরপাড় গ্রামের মৃত আব্দুর রহমান খানের মাদকাসক্ত ছেলে মো. রফিক খানকে এই দণ্ডাদেশ দেন।
আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, সকালে ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের মাদকাসক্ত ছেলে রফিক খান মাদক সেবন করে বাড়ি ফিরে মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ঘরের দরজা-জানালা ভাংচুর এবং আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের মারধর করে ঘরে আগুন দিতে উদ্যত হয় সে। এ সময় রফিকের মা মেহেরোন বেগম আগৈলঝাড়া থানায় অভিযোগ করেন। থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে বিচারক তাকে উপরোক্ত দণ্ডাদেশ দেন।