চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সিটু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ থেকে ৪ কিলোমিটার ভেতরে সিটুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দু’টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম