বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী কলেজ মোড় এলাকায় ট্রাক-সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী গুরুত্বর আহত হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু হাসেম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবোঝাই ট্রাকের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়। আহত আরোহীকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।