বান্দরবানের লামা উপজেলায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘নিরাপদ সড়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক সংগঠন, লামা পৌরসভা, এনজিও লুপি স্টার ও ইসলামী পাঠাগারের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে কর্মশালায় আরো ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসাইন, জীপ মালিক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।