গাজীপুরের শ্রীপুরে আসামি ধরাকে কেন্দ্র করে ডিবি পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীপুর উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সংঘর্ষ বাধে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকায় বুধবার সন্ধ্যায় গাজীপুর ডিবি পুলিশের এসআই খাইরুলের নেতৃত্বে ডিবি পুলিশ আল-আমীন চিড়া ও মুড়ি মিলের ম্যানেজার আবুল কালামকে আটক করতে যায়। এক পর্যায়ে তাকে নিয়ে যেতে চাইলে এলাকাবাসীর সঙ্গে ডিবি পুলিশের সংঘর্ষ হয়।
উত্তেজিত জনতা ডিবি পুলিশের তিন সদস্যকে অবরুদ্ধ করেন। পরে এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় ডিবি পুলিশের গাড়িও ভাঙচুর করেন তারা।
রাত ৮টার দিকে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিবি পুলিশের অবরুদ্ধ তিন সদস্যকে উদ্ধার করে। পরে উত্তেজিত জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) তোফাজ্জল হোসেন জানান, ডিবি পুলিশের কোনো সদস্য অন্যায় কাজে জড়িত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি মাইকে জনতার উদ্দেশে প্রকৃত দোষীদের বিচারের আশ্বাস দেন।