অবৈধ অস্ত্র উদ্ধার ও মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তৃতীয় স্থান অর্জন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ জন্য আইজিপি’র ব্যাচ, প্রশংসাপত্র ও ক্রেস্ট উপহার পেয়েছেন তিনি।
বুধবার পুলিশ সপ্তাহ ২০১৭ সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ প্রধান এ.কে.এম শহীদুল হক তাকে এই সম্মাননা প্রদান করেন।
এ স্বীকৃতি ইউনিটের প্রতিটি সদস্যের মনোবল, পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন জেলার সচেনতন মহল।
এদিকে পুলিশ সুপারের এমন সাফল্যের খবরে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।