গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের চাপায় আব্দুল খালেক কাজী (৮৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাপ্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেকের বাড়ি ওই একই এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিলেন আব্দুল খালেক। এ সময় ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বলে জানান কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম অালী নুর।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম