'আমরা বিশ্বের সাথে সংযোগ স্থাপন করি' এ প্রতিপাদ্য সামনে রেখে টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ রাজস্ব কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে একটি র্যালি টেকনাফ শুল্ক স্টেশন থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মতবিনিময় সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ স্থলবন্দরের এজিএম জসিম উদ্দিন, স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশীস কুন্ডু, আফছার উদ্দিন ও রফিকুল ইসলাম, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাজন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হাশেম সিআইপি, আবু আহমদ, শওকত আলী চেীধুরী, মো. সেলিম সিআইপি, নাছির উদ্দিন, যধু চন্দ্র শীল ও নুরুল ইসলাম প্রমুখ। এসময় র্যালিতে অংশগ্রহণ করেন সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম