কক্সবাজারের টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। এরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
২ বিজিবি ব্যাটলিয়ান সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০ টার দিকে শাহপরীরদ্বীপ ব্ওিপি চৌকির নায়েক আজানূরের নেতৃত্বে একটি টিম টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় ইয়াবা মজুদের গোপন সংবাদে ওই এলাকায় বসবাসরত মিয়ানমার নাগরিক কামালের বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ভর্তি মিনি পেপসীর ১০টি বোতলসহ তিন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হল মিয়ানমার মংডু তুব্রন্ম কিয়ামং জম্বংখালী এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে আব্দু জব্বার(৭০), তার ছেলে মোঃ দিলদার(২৫) ও নাতি আমির হামজার ছেলে মোঃ নূর (১২)।
পরে উদ্ধার পেপসির বোতল থেকে ২৫ হাজার ২২৫ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৬৭ হাজার ৫শ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার ৩ নাগরিককে থানায় হস্তান্তর করে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় বসবাসকারী মিয়ানমার নাগরিক আটক আব্দু জব্বারের ছেলে মোঃ কামাল (৩০)কে পলাতক আসামীকে করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায়।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-১৫