ঠাকুরগাঁওয়ে ক্লাস রুটিনে প্রধান শিক্ষককে ক্লাস দেওয়ার অভিযোগে সহকারি শিক্ষককে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রুহিয়া থানার পুলিশ দায়ী শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী ঠাকুরগাঁও সদর উপজেলার দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ভবানন্দ পাল ওই বিদ্যালয়ের ক্লাস রুটিন তৈরী করে এবং বিভিন্ন শিক্ষকের কর্মবন্টন করেন। প্রধান শিক্ষক অহিদুল হককে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ইংরেজি ক্লাস প্রদান করা হয়। প্রধান শিক্ষক কোনদিন কোন ক্লাস নেন না। তাকে ক্লাস দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রুটিন প্রস্তুতকারি বিএসসি শিক্ষক ভবানন্দ পালকে শার্টের কলার ধরে এলাপাথারী মারপিট শুরু করেন।
এ সময় সহকারি শিক্ষক আব্দুল বাতেন ,আনন্দ শর্মা , নজরুল ইসলাম ও ক্লার্ক মখলেসুর রহমান ও দুলাল প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মাফলার দিয়ে ভবানন্দ পালকে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাথারী মারধোর করে। চিৎকার শুনে পথচারি লোকজন ছুটে এসে উত্তেজিত শিক্ষকদের কাছে থেকে বিএসসি শিক্ষককে উদ্ধার করে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএসসি শিক্ষক ভবানন্দ পাল।
এদিকে আজ শুক্রবার ভবানন্দ পালের স্ত্রী গীতা বাদী হয়ে প্রধান শিক্ষক সহ ৫ শিক্ষককে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারি কর্মকর্তা রুহিয়া থানা পুলিশের উপ পরিদর্শক তসির উদ্দীন প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
রুহিয়া থানার ওসি খান মোঃ শাহরিয়ার গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, অপর আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। শিক্ষক নির্যাতনকারি কোন শিক্ষক নামধারি সন্ত্রাসীর নিস্তার নেই বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-১৬