নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত আফজাল হোসেনের বাড়ি নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে আফজাল হোসেন বাড়ির পাশে হালতিবিলে বোরো ধানের জমিতে পানি সেচ দিতে বৈদ্যুতিক মোটর চালু করেন। এ সময় তিনি মোটর চালু অবস্থায় আর্থিং রড উঠিয়ে পুনরায় মাটিতে পুঁততে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা আফজালকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ