সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৮টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ জানুয়ারি) সীমান্তের লিডারবস্তি এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বিজিবি।
বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ খবর জানান।
তিনি বলেন, চোরাকারবারীরা ১৮টি গরু ভারত থেকে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র ৪৮ ব্যাটালিয়নের টহল দল সেগুলো উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ