রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দেউলিয়ার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুজিত কুমার মন্ডল (৪৫)। তিনি উপজেলার কনোপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, শিক্ষক সুজিত কুমার কয়েকদিন আগে স্কুলের কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাসে করে শনিবার ভোরে রাজশাহী শহরে আসেন। এরপর তিনি সিএনজিযোগে রাজশাহী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকৃত সিএনজিটি ভবানীগঞ্জের দেউলিয়া মোড় নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই শিক্ষক সুজিত কুমার মন্ডল নিহত হন। এরপর উত্তেজিত জনতা ওই ট্রাকটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/হিমেল