লক্ষ্মীপুরে মেঘনার মোহনায় শতাধিক যাত্রী নিয়ে গ্রীণ ওয়াটার-৫ নামের বরিশালগামী একটি লঞ্চ আটকা পড়েছে। শনিবার ভোর ৫টার দিকে স্থানীয় মেঘার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নদীতে থাকা মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানায়। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনা কবলিত লঞ্চ গ্রীণ ওয়াটার-৫ এর মাস্টার (চালক) শাওন মিয়া জানান, মজু চৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার পথে ঘন কুয়াশায় নদী পথ দেখা না যাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়। পাম্প মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে মাটি পিচ্ছিল করে চর থেকে লঞ্চটি নদীতে নামানোর চেষ্টা চালানো হচ্ছে।
দুপুর ১২টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা যায়নি।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা