নাটোরে রেল লাইনের পাশে গাছ কাটার সময় ট্রেনের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম নজরুল ইসলাম। নিহত নজরুল ইসলাম নওঁগা জেলার মহাদেবপুরের বিনোদপুরের আমেদ আলীর ছেলে। শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "শনিবার সকাল থেকেই বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামে শ্রমিকরা রেল লাইনের পাশের গাছ কাটছিল। সকাল ৮টার দিকে একটি গাছ রেললাইনের উপরে গিয়ে পড়ে। এ সময় শ্রমিক সর্দার নজরুল ইসলাম গাছটি রেল লাইন থেকে সরানোর চেষ্টা করে। সে সময় ওই রেল লাইন দিয়ে রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাথে গাছের ধাক্কা লেগে গাছটি গিয়ে নজরুল ইসলামের শরীরে সজোরে আঘাত করে।"
তিনি আরও জানান, "এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডা. আশিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।"
নাটোরের রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্ত্তী জানান, "তিনি ঘটনাটি শুনেছেন। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫