কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় আবদুস সালাম নামের সেই আওয়ামী লীগ কর্মীর শর্টগানের লাইসেন্স বাতিল করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হয় বলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার জানান।
তিনি বলেন, ২২ জানুয়ারি উপজেলার কামালপুর গ্রামে একটি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুস সালাম। এতে ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এসময় তার অস্ত্রটিও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বুধবার দিবাগত রাতে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ