কক্সবাজারের চকোরিয়ার ভান্ডারি দেবা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
চকোরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কক্সবাজার থেকে যাওয়ার পথে একটি এসি বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে। এই সংঘর্ষের ফলে মাইক্রোবাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়। যার ফলে অনেকে আহত হয়।"
তিনি আরও জানান, "এ ঘটনায় নোহা গাড়ির চালকসহ তিন জন মারা যান ও বাকিদের চকোরিয়া হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিরা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।"
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১