ঘন কুয়াশার কারণে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশায় সিগনাল বাতি অস্পষ্ট হয়ে পড়ায় এদিন ভোর সাড়ে ৬টা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম জানান, সোয়া ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটের উভয় পাড়ে তিন শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ