বরগুনার পাথরঘাটার দক্ষিণে বিষখালীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা থেকে দক্ষিণে বিষখালী নদীর মোহনায় অভিযান চালানো করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রলারে তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকাগুলো এতিম ও গরীবদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম