আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে ফেসবুকে কটাক্ষ করায় বরিশালের গৌরনদীতে যুবদল কর্মী মো. হাবুল খলিফাকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় হাবুলকে আটক করা হয়। সে বার্থী গ্রামের বিএনপি নেতা শাহ্ আলম খালিফার ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন জানান, আওয়ামী লীগের এমপি সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার খবর শুনে রবিবার সকালে গৌরনদীর যুবদল নেতা তাঁরাকুপি গ্রামের ফিরোজ মিয়া ফেসবুকে 'সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই' মর্মে একটি স্ট্যাটাস দেন। বার্থী বাজারের ব্যবসায়ী যুবদল কর্মী হাবুল খলিফা তার ‘হাবুল খ্যাপা’ নামের ফেসবুক আইডি দিয়ে ওই পোস্টে 'শালায় মরছে, ভাল হইছে' মর্মে মন্তব্য করেন।
ফেসবুকে কটুক্তির বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সন্ধ্যায় বার্থী বাজারে অভিযান চালিয়ে যুবদল কর্মী হাবুল খলিফাকে আটক করে। সে বার্থী বাজারে মোবাইল সার্ভেসিংয়ের কাজ করতো।
এ ঘটনায় বার্থী গ্রামের যুবলীগ নেতা মো. শফিকুর রহমান জাহাঙ্গীর তথ্য প্রযুক্তি আইনে রবিবার রাতে একটি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা