ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সুজন মিয়া (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহিম আহত হয়েছেন। নিহত সুজন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কুদরত আলীর ছেলে। আহত মাহিমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সুজন মামাতো ভাই মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিল। সোয়া নয়টার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুজন মিয়ার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের পেছনে বসা মাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।
মির্জাপুর থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লাশটি উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ