ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সারুটিয়া ইউনিয়নের ট্রাকচাপায় কবির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকালে ওই ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির ওই গ্রামের টুটুল হোসেনের ছেলে এবং কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে স্কুলছাত্র কবির বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে ঝিনাইদহের সীমান্তের খোকসা উপজেলার চাঁন্দট গ্রামের বালুর চরে যাচ্ছিল। বালুচরে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম/হিমেল