চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়িয়া রেলস্টেশনের অদূরে একটি জঙ্গলের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক। খবর পেয়ে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি এনামুল হক জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামবাসী জঙ্গলের মধ্যে অজ্ঞাত ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় দুর্বৃত্তরারা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে রেখে যায়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব