নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম নাটোর সদরের বাগরোম গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান, শুক্রবার সকালে আব্দুল আলিম বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে গুরুদাসপুরের দিকে যাচ্ছিল। এসময় বীরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল আলিম ছিটকে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর থেকে পাওয়ার টিলার চালক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল