লালমনিরহাটে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে শুক্রবার দুপুরে সামসুল হক নামে একজন ৫২’র ভাষা সৈনিক ও স্বাধীনতা যুদ্ধের সংগঠক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাষা সৈনিক সামসুল হক বলেন, "দেশ স্বাধীনের ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি লালমনিরহাট সদর উপজেলা কর্তৃক আমাকে অভিযুক্ত করে হাজির হওয়ার নিদেশ দিয়ে আমার নামে নোটিশ পাঠায়। আমি একজন ৫২’র ভাষা আন্দোলনের প্রত্যক্ষ সৈনিক। মহান মুক্তিযোদ্ধে কৃষক, ছাত্র, যুবককে উদ্বুদ্ধ করেছি।"
এরপর তিনি আরও বলেন, "জীবনের শেষ বয়সে এসে মুক্তিযোদ্ধে অংশ গ্রহনের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলায় ও একজন ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধের সংগঠক হিসেবে আমি নিজেকে অপমানিত বোধ করছি।"
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার ইউএনও’র স্বাক্ষরিত নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ভাতা প্রাপ্ত ১৫জন মুক্তিযোদ্ধা তাদের কাছেও পাঠানো নোটিশের তীব্র প্রতিবাদ জানান।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪