নাটোরের দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এই আদেশ দেন।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবন করার সময় ৮ সেবনকারীকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল