পটুয়াখালীর কলাপাড়ায় খোকন মৃধা (৩০) নামে ইয়াবা সেবনকারী এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরশহরের হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ডিউটি অফিসার এ ,এস, আই মো.গুলজার জানান, "এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই রাতে তাকে কলাপাড়া থানায় হস্থান্তর করা হয়। খোকন মৃধার বাড়ী বরগুনা জেলার আমতলীতে। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫