গৌরনদী উপজেলার কটকস্থল একটি পান বরজের পাশ থেকে শুক্রবার সকালে দিন মজুর আজাদ আকনের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত ইসমাইল আকনের পুত্র।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুদ্দিন জানান, "বৃহস্পতিবার রাত ৮টার দিকে পূর্ব কটকস্থল জামে মসজিদ প্রাঙ্গনে বাৎসরিক ওয়াজ শোনার কথা বলে আজাদ আকন ঘর থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। শুক্রবার সকাল ৮টার দিকে প্রতিবেশী কৃষক আবদুল রব বিজ তলায় যাওয়ার পথে কটকস্থল গ্রামের হাবিবুর রহমান ঘরামীর পানবরজের পাশে পুকুর পারে আজাদ আকনের লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করে। নিহত আজাদেও গলায় একাধিক আঘাতের চিহৃ রয়েছে।"
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, "এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদি হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্তর রির্পোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬