ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. গোলাম কিবরিয়া সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ সময়ে বিএনপি’র সমর্থিত প্রার্থী মো. সাব্বির আহম্মেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। এদিকে মো. গোলাম কিবরিয়া সিকদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আগামী ৬ মার্চ কাঠালিয়া উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য ছিল।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল