নীলফামারীর জালঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নে বালুবাহী ট্রলি উল্টে প্রকাশ চন্দ্র রায় (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁঠালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকাশ বালাগ্রাম ইউনিয়নের ছিট মীরগঞ্জ গ্রামের মৃত শুধু রাম রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাঁঠালী থেকে একটি ট্রলি বালু নিয়ে বালাগ্রাম ইউনিয়নের সাইডনালা বাজারে যাচ্ছিল। পথে কাঁঠালী বাজারের পাশে চালক ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পরে। এসময় ঘটনাস্থলেই প্রকাশের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল