বাগেরহাটের মংলায় টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শনিবার সকালে মংলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের সভায় সর্বসম্মতভাবে ১০ সদস্যের কার্যনিবার্হী কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছেন, এটিএন নিউজের নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভি’র নুর আলম শেখ।
এছাড়া সহ-সভাপতি বৈশাখী টিভি’র শেখ কামরুজ্জামান জসিম, সহ-সাধারণ সম্পাদক জিটিভি’র মনিরুল ইসলাম দুলু ও কোষাধ্যক্ষ সময় টিভি’র মাহামুদ হাসান নির্বাচিত হয়েছেন।
সদস্যরা হলেন এনটিভি’র মংলাস্থ ষ্টাফ রির্পোটার আবু হোসাইন সুমন, মাছরাঙ্গা টিভি’র আমির হোসেন আমু, দুরন্ত টিভি’র দিদারুল আলম বিজয়, বিজয় টিভি’র তানজিম হোসেন মুকুল ও এশিয়ান টিভি’র ইস্পাহার গোলদার।
এছাড়া সংগঠনটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, এম এ মোতালেব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হায়দার ইকবাল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ