সাতক্ষীরার দেবহাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টামোড়ে পৌঁছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। আহত আরও ১০ যাত্রী।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/আরাফাত