টেকনাফে পুলিশের ইয়াবা বিরোধী অভিযানে দুই সহোদরকে আটকের প্রতিবাদে ৩ ঘন্টা সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ষ্টেশনে ব্যবসায়ী ও স্থানীয় জনতা ক্ষুদ্ধ হয় টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় সড়কের দুই পার্শ্বে গাড়ির দীর্ঘ লাইনে জনদূর্ভোগে পড়ে সাধারণ জনগণ।
এদিকে, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। এসময় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে বলে জানা গেছে। পরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ও টেকনাফ মডেল থানার (ওসি) মাঈনউদ্দিন খাঁনের নেতৃত্বে পুলিশ-বিজিবির অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বিকাশ ব্যবসায়ী আব্দুস সালাম প্রঃ ভূলু (৪০) এর বাড়িতে ইয়াবা বিরোধী অভিযানের নামে তল্লাশি চালায়। এসময় প্রায় ১০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। এরপর আটক ব্যাক্তির বড় ভাই মুদি দোকানদার আবুল কাশেম প্রঃ হাছিম সওদাগরের বাড়ি তল্লাশি করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪২ হাজার টাকা নিয়ে তাকেও আটক করে নিয়ে যায়।
এদিকে এ ঘটনার সুষ্ঠু সমাধান এবং প্রধান সড়কে ব্যারিকেড সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মাঈন উদ্দিন খান। তিনি আরও জানান, আটককৃত দুই সহোদর মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এছাড়া, অভিযানে প্রায় ৯ লাখ ৯৫ হাজার নগদ টাকা ও ইয়াবা পাচারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি। পাশাপাশি, স্বর্ণালংকার পাওয়ার কথা সঠিক নয় বলেও দাবী করেন ওসি মাঈনউদ্দিন খান।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/ওয়াসিফ