ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যাণ কমিটি প্রতিটি ইউনিয়নে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা, কৃত্রিম প্রজনন সংক্রান্ত নীতি নির্ধারনী কমিটি প্রতিনিধি অন্তর্ভূক্তসহ ৪ দফা দাবিতে কর্মবিরতী পালন করেছেন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এই কর্মবিরতি পালন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন, বৃহত্তর দিনাজপুর প্রাণিসম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যান সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অশোক কুমার, মিলন চন্দ্র দেবনাথ, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে ৪ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল