গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ট্রাক চাপায় ইসহাক আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার নিয়ত আলীর ছেলে।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কোনাবাড়ী এলাকায় তুসকা নামক পোশাক কারাখানার সামনে দিয়ে রাতে ইসহাক আলী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল