গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫০) নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলস্টেশনের পাশে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রতনপুর রেলস্টেশনের ১০০ গজ পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় ওই নারী রেললাইনে পড়ে ছিলেন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর মর্ডান হাসপাতালে পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল