প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোন ভূমিহীন মানুষই আশ্রয়হীন হয়ে থাকবে না, সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের সরকার ভূমিহীনদের জন্য একের পর এক গুচ্ছগ্রাম করে যাচ্ছে, এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। বুধবার সকাল ১০ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান গুচ্ছগ্রাম নামে একটি আশ্রয়ণ প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় কোন প্রকল্পের কাজে যেন অনিয়ম না হয় সেদিকে সকলকেই সজাগ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রী সানিয়াজান গুচ্ছগ্রামে আশ্রয় নেয়া ভূমিহীন হতদরিদ্র দুই জন উপকারভোগীর সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে ভূমিহীন আফরোজা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে জায়গা পেয়ে যেমন ধন্য, তেমনি আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। অপর ভূমিহীন আমিনুর রহমানও প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, জমিজমা না থাকায় অন্যের বসতবাড়িতে দিন কাটিয়েছি, এখন আর অন্যের জায়গায় থাকতে হবে না, এখন আপনার (প্রধানমন্ত্রীর) দেওয়া আশ্রায়ণ প্রকল্পে জায়গা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য মোতাহার হোসেন, মহিলা সংসদ সদস্য সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের শীর্ষ কর্মকতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাটগ্রামের এই সানিয়াজান গুচ্ছগ্রামে ৪০টি বাস্তুহারা ও ভূমিহীন পরিবার তাদের বাসস্থানের ঠিকানা খুঁজে পেয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এই গুচ্ছগ্রামটি নির্মান করা হয়।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল