গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় শহীদ (৪০) নামে আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহীদ কর্ণপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে। তিনি ওই মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ঠ সহযোগী বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ। শহীদ এ মামলার ৬নং আসামি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে গোসিংগা ইউনয়ন থেকে শহীদকে গ্রেফতার করা হয়। তবে গোসিংগা ইউনয়নের কোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।
বিডি প্রতিদিন/ ০৩ মে ২০১৭/আরাফাত