সিরাজগঞ্জের তাড়াশে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে সালমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কোহিত গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান কোহিত ওই গ্রামের মোস্তফার ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার জানান, সকালে গ্রামের উপর দিয়ে একটি বিমান উড়ে যাবার সময় শিশু সালমান আকাশের দিকে তাকিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিলো। এসময় শ্যালো ইঞ্জিনচালিত ধানবোঝাই একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করে চালককে থানায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/আরাফাত