মাদারীপুরের কালকিনি উপজেলার স্থানীয় রাজনীতিবিদ আবুল কাশেম তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
আজ বৃহস্পতিবার সকালে সমিতির হাটে গ্রামবাসী উক্ত কর্মসূচি পালন করে। গ্রামবাসীর অভিযোগ, পূর্ব এনায়েত নগর ইউপি নির্বাচনে কাশেম তালুকদার নৌকার পক্ষে নির্বাচন করেন। নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী ষড়যন্ত্রমূলকভাবে কাশেম তালুকদারের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা