মাগুরার মহম্মদপুরে জুয়া খেলা এবং অশ্লীল নাচ-গানে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এসময় অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হামলার পর আট নৃত্যশিল্পী ও ১৯ জুয়াড়িসহ ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩৮টি মোটরসাইকেল।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির জানান, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কালিশংকরপুর জুয়ার আসরে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৯ জুয়াড়িসহ ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি ওসি এনামুল কবির বাদী হয়ে আটকদের নামে পুলিশের উপর হামলা, অনৈতিক কাজে লিপ্ত, সরকারি কাজে বাধাসহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত