ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। আজ সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে দীর্ঘদিন যাবত অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে পরানপুর গ্রামে উভয় পক্ষের লোকজন ঢাল, রমদা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে ছয় রাউন্ড শট গানের গুলি ছুঁড়ে সংঘর্ষকারিদের ছত্রভঙ করে দেয়। এতে গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১৫ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল-সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি ৫ জনের শরীরে গুলির স্প্রিন্টার পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/এ মজুমদার