টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের ছামছুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও মির্জাপুর উপজেলার বেগম দুল্যা গ্রামের ফালু মিয়ার ছেলে মোবারক (৩০)।
পুলিশ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তারা টেরে পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ইন্দ্রমোহন রাজবংশীর নামে মির্জাপুর থানায় ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি, আল রাজিমের নামে পাঁচটি ও নাইমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত