শেরপুর জেলা কারাগারে আটক মাদক সেবীদের মাদকাশক্তি নিরাময় করে তাদেরকে সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কৌশল নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কারাগারের অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সির্ভিল সার্জন, অফিসার ইনচার্জ শেরপুর থানা, জেল সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কারাগারে বন্দিদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম উদ্যেগ গ্রহণ করবেন বলে জানান। এছাড়া মোটিভেশনাল প্রোগ্রামের আওতায় তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদানসহ মাদকাশক্তির পরিণাম ও ভয়াবহতা বিষয়ক ভিডিও ও প্রেজেন্টেশন প্রদর্শনীয় আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার