সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিক্সা-ভ্যানের ব্যাটারী চুরির অভিযোগ এনে এক ইউপি সদস্য নিজ বাড়িতে সুজাব আলী (২৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করেছে। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থায় মুখে ব্যান্ডেজ লাগিয়ে নিজবাড়িতে হাত-পা বেঁধে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাকে বন্দী করে রাখে।
সংবাদ পেয়ে বিকেলে পুলিশ তাকে উদ্ধারের ব্যবস্থা গ্রণি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানী সদস্য হায়দার আলীর বাড়িতে।
সুজাব আলীর বাবা উত্তরগাইলজানী গ্রামের বাসিন্দা লোকমান হোসেন জানান, বেশ কয়েকদিন আগে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের শফিকুল নামে এক ব্যক্তির অটোরিক্সাভ্যানের ব্যাটারি হারিয়ে যায়। এ ঘটনায় শফিকুল তার ছেলেকে সন্দেহ করে। বুধবার রাত নয়টার দিকে শফিকুলের নিকটাত্মীয় দক্ষিন গাইলজানী গ্রামের বাবলু মিয়া তার ছেলেকে ফোন করে ইউপি সদস্য হায়দার আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ইউপি সদস্য হায়দার আলী, রফিকুল, ওয়াজেদ ও আজিজুল সুজাবকে হাত-পা বেঁধে রাত ভর ব্যাপক মারধর করেন। তিনি আরো জানান, কয়েকজন সাংবাদিকসহ বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য হায়দারের বাড়িতে গিয়ে দেখা যায়, সুজাবকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়ার থানার উপ-পরিদর্শক আলহাজ হোসেন জানান, বিকেলে সংবাদ পাবার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।